গৌরনদীতে ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে কামরুল ইসলাম সজল এর লিফলেট বিতরণ

গৌরনদী, বরিশাল প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান প্রদত্ত ৩১ দফা কর্মসূচি জনগণের মাঝে পৌঁছে দিতে বরিশালের গৌরনদীতে এক ব্যাপক লিফলেট বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে,গতকাল সকালে এগারোটার সময় গৌরনদী উপজেলার ভুরঘাটা থেকে বাটাজোড়া পর্যন্ত দীর্ঘ এলাকায় এ কর্মসূচি পরিচালনা করেন উপজেলা বিএনপির অন্যতম নেতা ও আইনজীবী অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল।

সকালের প্রথম প্রহর থেকেই বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীকসংবলিত লিফলেট হাতে নিয়ে এলাকাব্যাপী ঘুরে ঘুরে সাধারণ মানুষের মাঝে তারেক রহমানের ঘোষিত ৩১ দফা কর্মসূচি বিতরণ করেন।

কর্মসূচিতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের শতাধিক নেতাকর্মী অংশগ্রহণ করে এলাকাজুড়ে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেন। তারা বাড়ি-বাড়ি গিয়ে, দোকানপাটে ও স্থানীয় বাজারে সাধারণ মানুষের হাতে লিফলেট তুলে দেন।

লিফলেট বিতরণকালে অ্যাডভোকেট কামরুল ইসলাম সজল বলেন, “তারেক রহমানের ৩১ দফা কর্মসূচি একটি গণমানুষের ঘোষণাপত্র। এসব দফা বাস্তবায়িত হলে দেশে সত্যিকারের গণতন্ত্র, জবাবদিহিতা, সুশাসন ও নাগরিক অধিকার নিশ্চিত হবে। বর্তমান সরকারের দমননীতির বিরুদ্ধে বিএনপির এ আন্দোলন হচ্ছে গণমানুষের মুক্তির আন্দোলন।”

তিনি আরও বলেন, “আমরা জনগণের কাছে বিএনপির নীতি ও কর্মসূচি তুলে ধরতে মাঠে নেমেছি। জনগণের রায়ই হবে ভবিষ্যতের সিদ্ধান্ত। তাই জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করতে এই প্রচারণা অব্যাহত থাকবে।”
লিফলেট বিতরণকালে স্থানীয় জনগণ আগ্রহভরে কর্মসূচির বিষয়বস্তু জানতে চান এবং অনেকেই বিএনপির এ উদ্যোগকে ইতিবাচকভাবে গ্রহণ করেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এ কর্মসূচির মাধ্যমে গৌরনদীতে বিএনপির তৃণমূল পর্যায়ের কার্যক্রম আরও বেগবান ও সক্রিয় হয়েছে।

উল্লেখ্য, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সম্প্রতি দেশের জনগণের সামনে ৩১ দফা জাতীয় কর্মসূচি ঘোষণা করেছেন, যেখানে গণতান্ত্রিক রাষ্ট্রব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা, বিচার বিভাগের স্বাধীনতা, দুর্নীতি দমন, শিক্ষা ও স্বাস্থ্যখাতে সংস্কার, কর্মসংস্থান সৃষ্টি এবং জনকল্যাণমূলক অর্থনীতি গড়ে তোলার অঙ্গীকার করা হয়েছে।