গৌরনদীতে ৪০ কেজির মানকচু নিয়ে চাঞ্চল্য ১৬ হাজার টাকার মূলধন থেকে ৮ লাখ টাকার ফসল

মোঃ লিমন সরদার, গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদী উপজেলার কসবা আল্লাহর মসজিদ স্ট্যান্ডে দেখা মিলেছে বিরল আকৃতির এক বিশাল মানকচুর—যার ওজন প্রায় ৪০ কেজি। প্রতি কেজি ৫০ টাকা দরে বিক্রির জন্য এই কচুটি বাজারে আনেন গৌরনদীর পিংলাকাঠি গ্রামের কৃষক সিরাজ হাওলাদার।

জানা যায়, নিজের বাগানের মাত্র ৪৪ শতাংশ জমিতে প্রায় ৩০ মাস আগে তিনি মানকচুর চাষ শুরু করেন। ভোলা থেকে ২০ টাকা দরে ৮০০ চারা কিনে আনতে তার মোট খরচ হয়েছিল মাত্র ১৬ হাজার টাকা। সেই সামান্য বিনিয়োগ থেকে এবার মিলেছে নজিরবিহীন ফলন।

কৃষক সিরাজ হাওলাদার বলেন,
“একফোঁটা বালাইনাশকও ব্যবহার করিনি। শুধু নিয়মিত ঢেপসা দিয়েছি। আল্লাহর রহমতে দারুণ ফলন পেয়েছি।”

বর্তমান বাজারদর অনুযায়ী তার এই চাষের সম্ভাব্য মূল্য দাঁড়িয়েছে প্রায় ৮ লাখ টাকা। বিশাল আকৃতির মানকচুটি দেখতে উৎসুক জনতা ভিড় জমাচ্ছেন কসবা স্ট্যান্ড এলাকায়। অনেকে সখ করে বাসায় নিয়ে যাচ্ছেন কচু। তাদের ভাষায়,
“মানকচুর স্বাদ অতুলনীয়। এত বড় কচু আগে চোখে দেখিনি।”

কৃষক সিরাজের এই সফল মানকচু চাষ এখন গোটা এলাকায় আলোচনার কেন্দ্রবিন্দু।