গৌরনদী পৌর যুবদলের সদস্য সচিব গ্রেফতার

গৌরনদী (বরিশাল) প্রতিনিধি: বরিশালের গৌরনদীতে একটি মাদকস্পটে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম ও স্পট থেকে পৌর যুবদলের সদস্য সচিব গোলাম মাহতাবকে গ্রেফতার করা হয়েছে। রবিবার রাতে গৌরনদী সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান ও থানা পুলিশ যৌথভাবে এ অভিযান পরিচালনা করেন।

গ্রেফতারকৃত গোলাম মাহতাব বরিশাল উত্তর জেলা যুবদলের সদস্য সচিব। উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, মাদক সেবন ও ক্রয়-বিক্রয়ের গোপন সংবাদ পেয়ে রবিবার রাতে পৌরসভার সুন্দরদী মহল্লার একটি মাদকস্পটে যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন ও থানা পুলিশ। এসময় ওই মাদকস্পট থেকে তিন পিচ ইয়াবা, মাদক সেবনের সরঞ্জাম এবং গোলাম মাহতাব নামের এক যুবককে গ্রেফতার করা হয়।
তথ্যের সত্যতা নিশ্চিত করে গৌরনদী মডেল থানার ওসি মো. তরিকুল ইসলাম জানিয়েছেন, এঘটনায় থানায় মামলা দায়েরের পর গ্রেফতারকৃত আদালতে পাঠানো হয়েছে।