গ্যাংস্টার বিকাশ দুবের রোমাঞ্চকর প্রেম

গ্যাংস্টার বিকাশ দুবে

ভারতে সম্প্রতি এনকাউন্টারে নিহত গ্যাংস্টার বিকাশ দুবেকে নিয়ে নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে দেশটির গণমাধ্যম। তাদের করা প্রতিবেদন থেকেই জানা যায়, বিকাশ এর জীবন রুপোলি পর্দার কোনও চিত্রনাট্যের চেয়ে কম ছিল না৷

১৯৯০ সাল থেকে একের পর এক অপরাধে জড়িয়েছে তার নাম ৷ খুন, ডাকাতি, অপহরণের মতো একাধিক অভিযোগ থাকা সত্ত্বেও, রাজনীতির ছত্রছায়ায় বারবার পুলিশের জাল ছিঁড়ে বেরিয়ে গিয়েছে সে৷ তবে তার মত কুখ্যাত গ্যাস্টারের জীবনেও এসেছিল প্রেম৷ ২০ বছর আগে চূড়ান্ত নাটকীয়তার মধ্যে দিয়ে মধ্যপ্রদেশের শাহদল জেলার রিচা নিগম ওরফে সোনুর সঙ্গে গাঁটছড়া বাঁধে বিকাশ ৷ টানটান উত্তেজনার মধ্যে দিয়ে শুরু হয় তার নতুন জীবন ৷

এই বিয়ের পক্ষে মত ছিল না রিচার বাবা ও তার পরিবারের সদস্যদের৷ কিন্তু রিচার বাবাকে গান পয়েন্টে রেখে তাকে বিয়ে করে বিকাশ৷ বিয়ের পর বিকাশের অপরাধ দুনিয়ার পার্টনার হয়ে যায় রিচাও৷ সম্প্রতি বিকাশের কাজকর্মের ভার অনেকটাই সামলাচ্ছিল সে৷ বিকাশ ও তার শাগরেদদের গুলিতে আট পুলিশকর্মীর মৃত্যুর পর গা ঢাকা দেয় রিচা৷ কিন্তু বিকাশকে গ্রেফতার করার পরই পুলিশের জালে ধরা পড়ে রিচা ও তাদের ছেলে৷

এদিকে সূত্র ধরে পুলিশ এসে পৌঁছায় জ্ঞানেন্দ্রর কাছে৷ পুলিশি জেরার মুখে সে জানায়, ২৫ বছর আগে বিকাশের সঙ্গে বন্ধুত্ব ছিল তার৷ কিন্তু বিকাশ পর পর দুটি ফৌজদারি মামলায় জড়ানোর পরই কানপুর থেকে চলে যায় সে৷ ২০ বছর আগে তার বোন রিচার সঙ্গে বিয়ে হয় বিকাশের৷ এরপর থেকে তাদের মধ্যে আর কোনও যোগাযোগ ছিল না৷ ১০-১৫ বছর তাদের মধ্যে কোনও কথা হয়নি৷ জ্ঞানেন্দ্রর অভিযোগ, বিকাশ জোড় জবরদস্তি তার কানপুরের বাড়ি দখল করে রেখেছিল৷ প্রচুর কাঠখড় পুড়িয়ে সেই বাড়ি উদ্ধার করেছে জ্ঞানেন্দ্র৷

জানা যায়, কানপুরের শাস্ত্রী নগরে এক আত্মীয়ের বাড়িতে থেকে পড়াশোনা করতে এসেছিল বিকাশ দুবে৷ সেখানেই রিচার সঙ্গে দেখা হয় তার৷ একই পাড়ায় থাকত তারা৷ রিচার ডাকনাম ছিল সোনু৷ রিচার বাবা এইচপি নিগম ছিলেন এয়ারফোর্স কর্মী৷ রিচার সান্নিধ্য পেতে তার ভাই জ্ঞানেন্দ্রর সঙ্গে বন্ধুত্ব পাতায় বিকাশ৷ তাদের মধ্যে বন্ধুত্ব এতটাই গভীর হয়ে ওঠে যে, বিকাশের প্রতিটি কাজকে সমর্থন করতে শুরু করে জ্ঞানেন্দ্র৷ জ্ঞানেন্দ্রর সূত্রেই রিচার বাড়িতে শুরু হয় বিকাশের যাতায়াত৷ ধীরে ধীরে বিকাশ এবং রিচা কাছাকাছি আসতে শুরু করে৷ তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে৷ এরই মধ্যে রিচার বাবা-মায়ের কাছে বিয়ের প্রস্তাব রাখে বিকাশ৷ কিন্তু ভিন্ন জাতের হওয়ায় বিয়ের প্রস্তাব ফিরিয়ে দেন তাঁরা৷

এরপরই বাড়িতে কড়াকড়ি শুরু করে দেন রিচার বাবা৷ স্পষ্ট জানিয়ে দেন, বিকাশ যেন কোনও ভাবেই তাঁদের বাড়িতে ঢুকতে না পারে৷ কিন্তু তাঁর এই সিদ্ধান্তে চটে যায় বিকাশ৷ রিচার বাবাকে বন্দুক দেখিয়ে রিচাকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করে সে৷ তবে বিয়ের কিছুদিন পরেই বাড়ি ফিরে আসে রিচা৷ কিন্তু রিচাকে ক্রমাগত হুমকি দিতে শুরু করে বিকাশ৷ এরপর ফের একসঙ্গে থাকতে শুরু করে তারা৷ বিকাশের ডান হাত হয়ে ওঠে রিচার ভাই।