সংসদ প্রতিবেদক : গ্যাসের অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করার কাজে কিছু ক্ষমতাবান দুষ্কৃতিকারী বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের চতুর্দশ অধিবেশনে বিরোধী দলীয় সংসদ সদস্য শওকত চৌধুরীর টেবিলে উত্থাপিত প্রশ্নের জবাব দেওয়ার সময় প্রতিমন্ত্রী এ অভিযোগ করেন।
প্রতিমন্ত্রী বলেন, গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানিগুলোর ভিজিল্যান্স টিম নিয়মিত অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করছে। এ ছাড়া চুরি বা অবৈধ সংযোগ উচ্ছেদের জন্য জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের একজন অতিরিক্ত সচিবের নেতৃত্বে একটি আন্তঃমন্ত্রণালয় কেন্দ্রীয় কমিটিসহ জেলা প্রশাসকের নেতৃত্বে জেলা কমিটি ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে উপজেলা কমিটি গঠন করা হয়েছে। কমিটি সম্মিলিতভাবে সরেজমিন পরিদর্শন করে গ্যাস আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করছে। ইতিমধ্যে কিছু অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য বেগম সানজিদা খানমের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার সবার জন্য বিদ্যুৎ সুবিধা নিশ্চিত করতে নতুন বিদ্যুৎকেন্দ্র নির্মাণের পরিকল্পনা করেছে। এ পরিকল্পনা বাস্তবায়নের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে উৎপাদন ক্ষমতা ২৪ হাজার মেগাওয়াটে উন্নীত করার কার্যক্রম চলছে। বর্তমানে ১১ হাজার ৩০২ মেগাওয়াট ক্ষমতার ৩৩টি বিদ্যুৎকেন্দ্র নির্মাণাধীন আছে। এ বিদ্যুৎকেন্দ্রগুলো ২০১৭ থেকে ২০২১ সালের মধ্যে পর্যায়ক্রমে চালু হবে।
ছলিম উদ্দিন তরফদারের প্রশ্নের জবাবে প্রতিমন্ত্রী বলেন, বর্তমান সরকার জ্বালানি সরবরাহ নিশ্চিত করার মাধ্যমে ২০২১ সালের মধ্যে বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে রূপান্তরের লক্ষ্যে প্রাকৃতিক গ্যাস অনুসন্ধান ও উৎপাদন বৃদ্ধির জন্য বিভিন্ন কার্যক্রম ও পরিকল্পনা গ্রহণ করেছে।
ক্রমবর্ধমান গ্যাসের চাহিদা পূরণের লক্ষ্যে ২০২১ সালের মধ্যে ৫৪টি অনুসন্ধান কূপ খনন, ৩২টি উন্নয়ন কূপ খনন এবং ২২টি কূপের ওয়ার্কওভার করার পরিকল্পনা রয়েছে। এসব কূপ থেকে দৈনিক ১০৭৮ থেকে ১২৪০ মিলিয়ন ঘনফুট গ্যাস পাওয়া যাবে।