গ্যাসের দাম প্রথমবার বাড়লেও দ্বিতীয় ধাপে শিল্পখাতে দাম না বাড়ানোর অনুরোধ

নিজস্ব প্রতিবেদক : গ্যাসের দাম প্রথমবার বাড়লেও দ্বিতীয় ধাপে শিল্পখাতে দাম না বাড়ানোর অনুরোধ জানিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুত ও রপ্তানিকারক সমিতি বিজিএমইএ।

মঙ্গলবার রাজধানীর কারওয়ান বাজারে বিজিএমইএ ভবনে বিজিএমইএ কাপ ফুটবল টুর্নামেন্ট নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

সংগঠনের সভাপতি সিদ্দিকুর রহমান বলেন, ‘বর্তমান বিশ্বে পোশাকের চাহিদা ও দাম দুটোই কমেছে। এ বছর প্রায় ৬ শতাংশের উপরে কমেছে। গতবছরও আমাদের প্রবৃদ্ধি ১০ শতাংশের উপরে ছিল। এই অবস্থায় গ্যাসের দাম বাড়লে আমাদের উপর আলাদা চাপ পড়বে। আমি অনুরোধ করবো, সরকার শিল্পখাতে যাতে গ্যাসের দাম না বাড়ায়। তবে সরকার ইতিমধ্যেই সিদ্ধান্ত নিয়ে ফেলেছে। যা আগামীকাল কার্যকর হচ্ছে। তবে প্রথমবার বাড়লেও দ্বিতীয়বার যাতে আর না বাড়ে।’

তিনি বলেন, ‘পরেরটা থেকে আমরা মুক্তি চাই। দাম বাড়লে আমাদের ব্যবসায় ব্যয় বাড়বে। গত ২ বছরে আমাদের প্রায় ১৭ শতাংশ খরচ বেড়েছে।’

পোশাক শিল্পের সমালোচকদের উদ্দেশ্যে সিদ্দিকুর রহমান বলেন, ‘অনেক কষ্টের বিনিময়ে আজ আমরা এখানে এসেছি। তাই আমাদের বিরুদ্ধে কোনো নেতিবাচক প্রচারণা চালাবেন না। পারলে সহযোগিতা করুন। আর না পারলে বাঁধা প্রয়োগ করবেন না।’

তিনি বলেন, ‘যারা আমাদের সহযোগিতা করছেন, তারা খারাপ মন্তব্য করেন না। অথচ যারা সহযোগিতা করেন না, তারাই আমাদের পোশাক শিল্প নিয়ে খারাপ মন্তব্য করেন। তাদেরকে বলবো, নিজের কাজ নিয়ে ব্যস্ত থাকেন। অন্যের কাজে নাক গলাবেন না।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজিএমইএ সহসভাপতি মোহাম্মাদ নাসির ও মাহমুদ হাসান খান বাবু।