চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার কালুরঘাট পাথুরিয়া এলাকার একটি পুকুর থেকে আবুল কাশেম (৬০) নামের এক গ্রামপুলিশের লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার দুপুরের দিকে স্থানীয়দের সংবাদের ভিত্তিতে বোয়ালখালী থানা পুলিশ আবুল কাশেমের লাশ উদ্ধার করে। পুকুরে ভাসমান অবস্থায় আবুল কাশেমের মরদেহের গায়ে গ্রামপুলিশের পোশাক ছিল।
স্ত্রী শাহনাজ বেগম জানান, আবুল কাশেম গত বুধবার সকাল ৮টার দিকে ঘর থেকে সাইকেল নিয়ে বের হন। এরপর আর বাড়ি ফেরেননি। তার মোবাইলে বারবার ফোন করেও তাকে পাওয়া না যাওয়ায় বিভিন্ন জায়গায় খোঁজ-খবর নেওয়া হয়।
শুক্রবার সকালে পুকুরে লাশ ভাসতে দেখেন স্থানীয়রা। তবে তার সাইকেলটি পাওয়া যায়নি। পরে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।
আবুল কাশেম বোয়ালখালী পৌরসভার অধীনে গ্রামপুলিশ হিসেবে কর্মরত ছিলেন। তিনি কধুরখিল পাঠানপাড়ার কাশেম সওদাগর বাড়ির মৃত এজাহার মিয়ার ছেলে। কাশেমের ৩ ছেলে ও ৩ মেয়ে রয়েছে।
বোয়ালখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) সালাউদ্দিন লাশ উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, কিভাবে তার মৃত্যু হয়েছে তা নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালে পাঠানো হয়েছে।