আজিজুল ইসলাম বারী,লালমনিরহাট প্রতিনিধি:লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় হাজার হাজার মানুষের মুহরমুহ করতালিমুখর পরিবেশে গ্রাম বাংলার হাড়ানো ঐতিহ্যবাহী হাডু-ডু খেলা অনুষ্ঠিত হয়।সোমবার (২১ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার সময় উপজেলার টংভাঙ্গা ইউনিয়নের পশ্চিম বেজ গ্রাম দাখিল মাদ্রাসার মাঠে পি,বি স্পোর্ট ক্লাবের আয়োজনে ইউনিয়ন লীগ হা-ডু-ডু টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়।টংভাঙ্গা ইউনিয়ন আ’লীগের আহবায়ক ও সাবেক চেয়ারম্যান সেলিম হোসেনের সভাপতিত্বে হা-ডু-ডু খেলায় প্রধান অতিথি ছিলেন- প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোতাহার হোসেন এমপি। উপস্থিত ছিলেন- উপজেলা চেয়ারম্যান লিয়াকত হোসেন বাচ্চু, উপজেলা আ’লীগের সভাপতি বদিউজ্জামান ভেলু, যুগ্ন সাঃ সম্পাদক দিলিপ কুমার সিংহ, কৃষকলীগের সভাপতি আলাউদ্দিন মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আমজাদ হোসেন তাজু, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইউনুস আলী, সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমানসহ আরও অনেকে।১২টি ইউনিয়ন নিয়ে এ খেলার আয়োজন করেন পশ্চিম বেজগ্রাম পি,বি স্পোর্ট ক্লাব। ইতিমধ্যে সকল দলকে হাড়িয়ে চুরান্ত খেলার মুখোমুখি হয়েছেন টংভাঙ্গা ইউনিয়ন দল বনাম পাটিকাপাড়া ইউনিয়ন দল।আজকের ফাইনাল খেলায় টংভাঙ্গা ইউনিয়নকে ১৫ পয়েন্টে হারিয়ে পাটিকা পাড়া ইউনিয়ন বিজয়ের শিরপা আর্জন করেন। বিজয়ের শিরপা লাভের জন্য উভয় দলই দেশের বিভিন্ন এলাকা থেকে নামীদামী খেলোয়াড়দের হায়ার/ভাড়া করে নিয়ে আসেন।যশোর সেরা খেলোয়াড় টগর অংশগ্রহণ করে টংভাঙ্গা দলে পক্ষে অপরদিকে যশোরের আর এক সেরা খেলোয়াড় এনামুল হক টাইগার অংশগ্রহণ করেন পাটিকাপাড়া দলের পক্ষে।৬০ মিনিটের খেলায় টংভাঙ্গা ইউনিয়ন দল অর্জন করেন ২২ পয়েন্ট আর পাটিকাপারা ইউনিয়ন দল অর্জন করেন ৩৭ পয়েন্ট।খেলা শেষে প্রধান অতিথি পুরুষকার হিসাবে বিজয়ী দলের খেলোয়াড়ের হাতে ২১” কালার টেলিভিশন ও বিজিত দলের খেলোয়াড়দের হাতে ১৭” কালার টেলিভিশন তুলে দেন।