নিজস্ব প্রতিবেদক :
গ্রামীণফোনের নতুন নম্বর সিরিজ ‘০১৩’ এর অনুমোদন আগামী সপ্তাহের মধ্যে চূড়ান্ত হবে বলে জানিয়েছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের চেয়ারম্যান (বিটিআরসি) ড. শাহজাহান মাহমুদ।
তিনি বলেন, গ্রামীণফোনের বিদ্যমান নম্বর সিরিজ ফুরিয়ে আসায় তাদের আবেদনের পরিপ্রেক্ষিতে ‘০১৩’ কোড দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আগামী সপ্তাহে এটি কার্যকর করা সম্ভব হবে বলে।
গ্রামীণফোনের হেড অব এক্সাটারনাল কমিউনিকেশন সৈয়দ তালাত কামাল বলেন, বিটিআরসির চূড়ান্ত অনুমোদন পেলে কিছু কারিগরি কাজ শেষে নতুন নম্বর সিরিজ চালু করা হবে।
নতুন নম্বর সিরিজের চূড়ান্ত অনুমোদন হলে কিছু প্রক্রিয়া শেষে গ্রামীণফোনের গ্রাহকেরা ‘০১৭’ এর পাশাপাশি ‘০১৩’ সিরিজ ব্যবহার করতে পারবেন। গত ২১ আগস্ট বিটিআরসির কমিশন সভায় শর্তসাপেক্ষে গ্রামীণফোনকে নতুন এই নম্বর সিরিজের অনুমোদন দেওয়া হয়। ‘০১৭’ সিরিজের ১০ কোটি নম্বর প্রায় শেষ হয়ে আসায় গত বছর নতুন নম্বর সিরিজের জন্য বিটিআরসিতে আবেদন করে অপারেটরটি।
বিটিআরসির সর্বশেষ আগস্ট মাসের তথ্যানুযায়ী, ১১ কোটি ৭৭ লাখ ৫৮ হাজার গ্রাহকের মধ্যে গ্রামীণফোনের গ্রাহক সংখ্যা ৫ কোটি ৪৫ লাখ ৭ হাজার।