এক বছর আগে ঠিক আজকের দিনে (২৮ আগস্ট) মুক্তি পেয়েছিল কবির খানের সাড়া জাগানো ফিল্ম ‘ফ্যান্টম’। জঙ্গিবাদের বিরুদ্ধে নির্মিত এই ছবিতে অভিনয় করেছিলেন সাইফ আলী খান এবং ক্যাটরিনা কাইফ। হুসাইন জাঈদীর বই ‘মুম্বাই এভেঞ্জার্স’-এর উপর ভিত্তি করে সিনেমাটি নির্মাণ করেন কবির খান।ক্যাটের আপকামিং মুভির নাম ‘জগ্গা জাসুস”। এই দিনে পাঠকদের জন্য রইল ক্যাটের কিছু দারুণ ছবি।