নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহবুবুল হক শাকিলের মৃত্যুর ঘটনায় গুলশানের সামদাদো রেস্তোরাঁ থেকে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইমসিন ইউনিট।
গুলশান থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি রাইজিংবিডিকে বলেন, ‘বিকেল সোয়া ৫টার দিকে সিআইডির ৮-১০ জনের একটি দল ঘটনাস্থলে আসেন। তারা রেস্তোরাঁ থেকে নানা তথ্য-উপাত্ত সংগ্রহ করেন। রেস্তোরাঁর একাধিক লোকের সঙ্গে কথা বলেছে সিআইডির দল। তদন্তের স্বার্থেই আজ (মঙ্গলবার) রেস্তোরাঁটি বন্ধ থাকবে।’