ক্রীড়া প্রতিবেদক : ঘরের মাঠে শেষ পাঁচটি ওয়ানডে সিরিজই জিতেছে বাংলাদেশ। এবার টানা ষষ্ঠ সিরিজ জয়ের হাতছানি।
বাংলাদেশ পাঁচটি সিরিজই জিতেছে মাশরাফি বিন মুর্তজা দায়িত্ব নেওয়া পর। প্রতিটি সিরিজ মাশরাফির দল জিতেছে দাপট দেখিয়ে। এবার আফগানিস্তানের পালা।
আফগানদের বিপক্ষে রোববার থেকে মাঠে নামবে বাংলাদেশ। খেলবে তিনটি ওয়ানডে ম্যাচ। প্রতিটিতেই আক্রমণাত্মক ক্রিকেট খেলে জিততে প্রত্যয়ী মাশরাফির দল।
শনিবার ম্যাচপূর্ববর্তী সংবাদ সম্মেলনে মাশরাফি বলেন, ‘আমরা আক্রমণাত্মক ক্রিকেট খেলতে চাই। আমরা যেভাবে শেষ করেছি সেভাবেই খেলা শুরু করতে চাই।’
আইসিসির সহযোগী দেশ হলেও আফগানিস্তানকে হালকাভাবে নিচ্ছেন না মাশরাফি। সাফ জানালেন এটা গুরুত্বপূর্ণ এক সিরিজ, ‘সিরিজটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বিশেষ করে আমরা শেষ এক বছর কোনো ওয়ানডে ম্যাচ খেলেনি। এখন আমরা এ সিরিজে মাঠে নামছি। এ জায়গা থেকেই এই সিরিজটি খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি আফগানিস্তান এখন খুব ভালো করছে। এ কারণেও সিরিজটি গুরুত্বপূর্ণ।’