ক্রীড়া প্রতিবেদক : ধারাভাষ্যে নাসির হুসেন বললেন, ‘বাংলাদেশ টাইগার্স নক্টড ইংল্যান্ড লায়ন্স আউট অব দ্য ওয়ার্ল্ডকাপ’। ২০১৫ বিশ্বকাপে বাংলাদেশ-ইংল্যান্ড ম্যাচে ধারাভাষ্যে শেষ লাইন ছিল এটি। যে ম্যাচে বাংলাদেশ ইংল্যান্ডকে হারিয়ে বিশ্বকাপ থেকে বিদায় করে দিয়েছিল।
বিশ্বকাপ থেকে বিদায়ের বদলা নিতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড লায়ন্স। টাইগাররা কি লায়ন্সদের আবারও হারাতে পারবে? প্রশ্নটা সাব্বিরকে করা মাত্র উত্তর, ‘যে যখন হোমে খেলবে সে হচ্ছে বাঘ। আমরা হোমে খেলছি, তারা এখানে আসছে।’ উত্তরেই স্পষ্ট সাব্বির ইংল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে কতটা আত্মবিশ্বাসী।
আত্মবিশ্বাস পাওয়ার মূল কারণ জানালেন সাব্বির, ‘ঘরের মাঠে বাংলাদেশ টানা ৬টি সিরিজ জিতেছে। পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকার মতো দলকে আমরা হারিয়েছি। ইংল্যান্ডের হয়ে কে আসল আর কে আসল না। সেটা নিয়ে আমাদের কোনো ভাবনা নেই। আমরা শুধু ভাবছি আমরা ইংল্যান্ডের বিপেক্ষ খেলব।’
বিশ্বকাপের আত্মবিশ্বাসেও উজ্জীবিত সাব্বির। তার ভাষ্য, ‘বিশ্বকাপের ওদের আমরা হারিয়েছি, এর আত্মবিশ্বাস আমাদের মধ্যে অবশ্যই আছে। প্রথম ম্যাচটা অনেক গুরুত্বপূর্ণ। যদি আমরা ভালো খেলি, ইনশাল্লাহ সিরিজ জিততে পারব।’
শুধু পরিসংখ্যানই হিসাব করছেন না সাব্বির। জানিয়েছেন ইংলিশ বোলারদের বিপক্ষে ৩০০-৩৫০ রান তাড়া করে জয় পাওয়ার সামর্থ্য বাংলাদেশের রয়েছে।
অবশ্য প্রতিপক্ষ হিসেবে ইংল্যান্ডকে যথেষ্ট সমীহও করছেন টাইগার ব্যাটসম্যান, ‘ইংল্যান্ড অনেক ভালো দল। প্রস্তুতি ম্যাচে তিনশো রান (৩১০) তাড়া করা সহজ না। তারপরও তারা তাড়া করে জিতেছে। ওদের অনেক ভালো ব্যাটসম্যান, অনেক অভিজ্ঞতা আছে।’
আফগানিস্তান সিরিজে লেগ স্পিনার রশিদ খানে ভুগেছিল বাংলাদেশের ব্যাটসম্যানরা। ইংলিশ শিবিরেও আছেন লেগ স্পিনার আদিল রশিদ। যদিও প্রস্তুতি ম্যাচে কোনো কিছুই করতে পারেননি রশিদ।
তাকে নিয়ে সাব্বিরের ভাবনা, ‘আমরা যেহেতু একজন কঠিন লেগ স্পিনারকে খেলেছি আশা করি ইংল্যান্ডের বিপক্ষে খেলতে সমস্যা হবে না। আদিল রশিদকে আমরা সেভাবে দেখছি না। আমার মনে হয় না, এতটা কঠিন হবে।’