ঘরোয়া উপায়ে মশা নিধন

বছরের এই সময়ে গরমটা অতিরিক্ত বেড়ে যায়। আর গরম বাড়ার সঙ্গে সঙ্গে মশার উপদ্রবও বাড়ে। ঘরোয়া কিছু উপকরণ দিয়ে মশা নিয়ন্ত্রণ করা যায়।

 

 

 

 

লেবু ও লবঙ্গ

একটি লেবু দুই ভাগ করে কেটে নিয়ে এর ভেতরের অংশে লবঙ্গ গেঁথে নিন অনেকগুলো। লেবুর মধ্যে লবঙ্গের পুরোটা গেঁথে শুধুমাত্র মাথার দিকের অংশ বাইরে রাখুন। এবার লেবুর টুকরোগুলো একটি পরিষ্কার প্লেটে রেখে ঘরের এক কোণে রেখে দিন। এতে খুব সহজেই মশার উপদ্রব থেকে বাঁচতে পারবেন।

পুদিনা পাতা

মশা তাড়াতে পুদিনা পাতা বেশ কার্যকর। একটি গ্লাসে অল্প পানি নিয়ে তাতে পুদিনার কয়েকটি গাছ রেখে দিন খাবার টেবিলে। তিন দিন পরপর পানি বদলে দেবেন। মশা ছাড়াও আরও অনেক পোকা-মাকড় দূরে থাকে পুদিনার গন্ধে। পুদিনা পাতা সেদ্ধ করে সেই পানির গন্ধ পুরো ঘরে ছড়িয়ে দিন। এতেও মশা পালাবে।

হলুদ বাতিক

ঘরে হলুদ আলো জ্বাললে মশার উপদ্রব কমে। বৈদ্যুতিক বাতির চারপাশে হলুদ সেলোফেন জড়িয়ে দিতে পারেন। এতে আলোর রং হলুদ হবে। আর এই হলুদ আলোর কারণে মশা দূরে থাকবে। এই রঙের আলো প্রতি সন্ধ্যায় জ্বাললে মশার আক্রমণ থেকে অনেকটাই মুক্তি মিলবে।

চা পাতা

মশার উপদ্রব কমাতে চা পাতা বেশ উপকারী। চা পাতা ব্যবহারের পর ফেলে না দিয়ে রোদে শুকিয়ে নিতে হবে। এরপর এই চা পাতা ধুনো হিসেবে ব্যবহার করতে পারেন। শুকনো চা পাতা পোড়ালে ঘরের সব মশা-মাছি দূর হবে দ্রুত।