
নিজস্ব প্রতিবেদক : ঘাতক বেপরোয়া গাড়ি চালকদের ফাঁসির আইন চায় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
বাসচাপায় দু্ই শিক্ষার্থী নিহতের ঘটনার প্রতিবাদে সোমবার সড়ক অবরোধকালে শিক্ষার্থীরা এ দাবি জানায়। হাতে লেখা একটি লিখিত বক্তব্যে শিক্ষার্থীরা তাদের দাবি তুলে ধরেন।
দাবিতে শিক্ষার্থীরা বলেন, বেপরোয়া চালকদের ফাঁসি হবে এবং এটি সংবিধানে সংযুক্ত করতে হবে। নৌপরিবহন মন্ত্রীকে নিঃশর্তে ক্ষমা চাইতে হবে। এমইএম ফুটওভার ব্রিজ বা বিকল্প নিরাপদ ব্যবস্থা গ্রহণ ও সাত দিনের মধ্যে তার কাজ শুরু করতে হবে।
সব রাস্তার মোড়ে স্পিড ব্রেকার দিতে হবে। কুর্মিটোলায় বাসচাপায় হতাহতদের পরিবারের দায়ভার সরকারকে নিতে হবে। শিক্ষার্থীরা বাসে ওঠার জন্য সিগন্যাল দিলে সেটি থামিয়ে তাদের তুলতে হবে। শুধু ঢাকা নয়, দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের কাছ থেকে অর্ধেক ভাড়া নিতে হবে। ফিটনেসবিহীন ও লাইসেন্সবিহীন গাড়ি ও চালক রাস্তায় নামতে পারবে না। অতিরিক্ত যাত্রী পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ করতে হবে।