ঘিওরে ডেরা বন্ধে মানববন্ধন, উপদেষ্টা’দের কাছে অভিযোগ মূল্যহীন

সংবাদদাতা: মানিকগঞ্জের ঘিওর উপজেলার ডেরা রিসোর্ট অ্যান্ড স্পা বন্ধের দাবিতে গত ২৮শে সেপ্টেম্বর এলাকাবাসী মোহাম্মদ শরীফ মোল্লার নেতৃত্বে মানববন্ধন করেছে। স্থানীয় জনগণের অভিযোগ, রিসোর্টটি বিভিন্ন অনিয়ম ও অশালীন কর্মকাণ্ডের সাথে জড়িত।
বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ডেরা রিসোর্টের বিরুদ্ধে একাধিক অভিযোগ প্রমাণিত হয়েছে। গত ১৮ই সেপ্টেম্বর দৈনিক ইনকিলাব পত্রিকার এক প্রতিবেদনে জানানো হয়, একটি তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে এবং রিসোর্টটির লাইসেন্স না দেওয়ার সুপারিশ করেছে। এরপর ২৪শে সেপ্টেম্বর একই পত্রিকা শিরোনাম করে, দখলকৃত কবরস্থান উদ্ধারের দাবি এবং এশিউর গ্রুপের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্মারকলিপি প্রদান।
সাম্প্রতিক সময়ে বেশ কয়েকটি জাতীয় গণমাধ্যম এই বিষয়টি নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে:
২৯শে সেপ্টেম্বর: দৈনিক ইনকিলাব, দৈনিক প্রথম আলো, সময়ের কণ্ঠস্বর, আজকের পত্রিকা, ঢাকা মেইল—এসব গণমাধ্যম পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে ডেরা রিসোর্টকে এক লাখ টাকা জরিমানা করার খবর প্রকাশ করে।
২৮শে সেপ্টেম্বর: ঢাকা পোস্ট ডট কম, রিপোর্টার ২৪ ডট কম, এবং ঢাকা এক্সপ্রেস তাদের প্রতিবেদনে ডেরা রিসোর্ট বন্ধের দাবিতে এলাকাবাসীর মানববন্ধনের খবর তুলে ধরে। ঢাকা পোস্ট ডট কম এক প্রতিবেদনে ১৫ দিনের আল্টিমেটামের কথাও উল্লেখ করে।
সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর বার্তা প্রধান বিভিন্ন সরকারি দপ্তরে একাধিকবার ডেরা রিসোর্টের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। ২৯/০৬/২০২৫, ০৬/০৮/২০২৫ এবং ১০/০৯/২০২৫ তারিখে মাননীয় প্রধান উপদেষ্টা, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা, জেলা প্রশাসক, পুলিশ সুপার এবং সেনা প্রধান বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এত অভিযোগ সত্ত্বেও কার্যক্ষেত্রে পদক্ষেপের শূন্যতা দেখা যাচ্ছে বলে মনে হচ্ছে। এই পরিস্থিতিতে সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি মনে করে, বারবার প্রতিবেদন প্রকাশ করেও মানিকগঞ্জের কৃষকদের তিন ফসলি জমি উদ্ধার করা সম্ভব হবে কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।
মানিকগঞ্জের স্থানীয় জনগণ সাপ্তাহিক ক্রাইম পেট্রোল বিডি-এর মাধ্যমে জাতীয় গণমাধ্যম, যেমন দৈনিক ইনকিলাব ও দৈনিক প্রথম আলো-কে ধন্যবাদ জানিয়েছে তাদের অভিযোগগুলো তুলে ধরার জন্য।