আন্তর্জাতিক ডেস্ক : বুধবার রাতে সারা দুনিয়ার গণমাধ্যমের চোখ তাক করা ছিল ডোনাল্ড ট্রাম্পের বিজয়ী ভাষণ অনুষ্ঠানের দিকে। তবে মঞ্চে থাকা ট্রাম্পের কনিষ্ঠ পুত্রটি কিন্তু বাবার ভাষণে মনোযোগী হতে পারছিল না। কারণ ঘুমে ঢুলুঢুলু ১০ বছরের পুত্রটির চোখ খোলা রাখটাই মুশকিল হয়ে পড়ছিল।
ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়া দম্পতির একমাত্র সন্তান ব্যারন ট্রাম্প। বুধবার রাতে পরিবারের অন্য সদস্যদের সঙ্গে বাবার বিজয়ী ভাষণ অনুষ্ঠানে হাজির ছিল সে। বাবার ঠিক পেছনেই দাঁড়ানো ছিল সে । রাত বেশি হওয়ায় হয়তো বেশ ঘুম পাচ্ছিল তার। এ কারণে বারবারই ব্যারনকে হাই তুলতে দেখা গেছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যারনের এ ছবি বেশ সাড়া ফেলেছে। মার্কিন সংবাদমাধ্যমগুলোও এ নিয়ে কৌতুক করতে ছাড়েনি। আবারও অনেকে ছোট্ট ব্যারনের প্রতি সহানুভূতিও জানিয়েছে।
ম্যাশবেল লিখেছে, ‘আমরা তোমার যন্ত্রণা অনুভব করতে পারছি ব্যারন।’
ইউএসএ টুডে লিখেছে, ‘ডোনাল্ড ট্রাম্প যখন তার বিজয়ী ভাষণে বলছিলেন, আমরা আমাদের দেশের জন্য স্বপ্ন দেখতে যাচ্ছি, তখন তার ছেলে হয়তো সত্যি সত্যি স্বপ্ন দেখছিল।’
জোয়েল রুবিন নামে একজন টুইটারে লিখেছেন, ‘এই বক্তৃতা অনুষ্ঠানের সবচেয়ে দর্শনীয় বিষয় ছিল ব্যারন ট্রাম্পের জেগে থাকার চেষ্টা।’
অনেকে আবার ব্যারনকে অ্যানার্জি ড্রিংক রেডবুল পান করানোরও পরামর্শ দিয়েছেন।