
বিনোদন ডেস্ক : উত্তাল সমুদ্র। সৈকতে আছড়ে পড়ছে ঢেউ। এই বেলাভূমি ধরে ছুটে যাচ্ছেন অভিনেত্রী মিথিলা। আর তার পিছু নিয়েছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ।
‘ঘুম’ শিরোনামের গানের মিউজিক ভিডিওর দৃশ্য এটি। রোমান্টিক ঘরানার গানটি লিখেছেন সুহৃদ সুফিয়ান। কণ্ঠ দেয়ার পাশাপাশি সুর-সংগীতায়োজন করেছেন হাবিব।
শুধু তাই নয় মিথিলার বিপরীতে মডেলও হয়েছেন এ গায়ক। তানিম রহমান অংশুর নির্দেশনায় এতে চমৎকার অভিনয় করেছেন হাবিব-মিথিলা। নির্মাণশৈলীর পাশাপাশি তারাও যথেষ্ট প্রশংসার দাবিদার।
গত ৩০ এপ্রিল সংগীতার ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে এটি। মুক্তির কদিন না পেরুতেই প্রশংসায় ভাসছে মিউজিক ভিডিওটি। প্রতিবেদনটি লেখা পর্যন্ত ইউটিউবে প্রায় সাড়ে ৫ লাখবার দেখা হয়েছে ভিডিওটি।
দেখুন : ‘ঘুম’ গানটি