ঘুষ গ্রহণকালে ব্যান্সডকের কর্মচারী গ্রেপ্তার করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক : নিজ অফিসের চতুর্থ শ্রেণির কর্মচারীর বেতন-ভাতা সমতাকরণের জন্য ঘুষ গ্রহণকালে বাংলাদেশ ন্যাশনাল সাযেন্টিফিক অ্যান্ড টেকনিক্যাল ডকুমেন্টেশন সেন্টারের (ব্যান্সডক) উচ্চমান সহকারী মো. শহিদুল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টায় আগারগাঁওয়ে ওই কর্মচারীর নিজ দপ্তরে তাকে ২০ হাজার টাকা ঘুষ হিসেবে গ্রহণকালে গ্রেপ্তার করা হয়।

দুদকের ঢাকা সমন্বিত বিভাগীয় অফিসের পরিচালক নাসিম আনোয়ারের নেতৃত্বে একটি বিশেষ টিম ওই অভিযান পরিচালনা করে শহিদুল্লাহকে গ্রেপ্তার করে।

বিষয়টি নিশ্চিত করে নাসিম আনোয়ার বলেন, ‘আমাদের কাছে তথ্য থাকায় আজ দুপুরে ফাঁদ পেতে উচ্চমান সহকারী মো. শহিদুল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পরপরই তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে। দুদকের উপসহকারী পরিচালক মো. নাজিম আনোয়ার রাজধানীর শেরেবাংলা থানায় বাদী হয়ে মামলাটি দায়ের করবেন।’