
তফিজ উদ্দিন আহমেদ,খানসামা(দিনাজপুর)প্রতিনি ধি: দিনাজপুর জেলার খানসামা উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন, মানব বন্ধন ও বিেক্ষােভর মুখে এক এক করে বেরিয়ে আসতে শুরু করেছে উপজেলার শতাধিক স্কুল, কলেজ,মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষক ও ৪র্থ শ্রেণীর নিয়োগ বানিজ্যের কোটি কোটি টাকার ঘুষ অনিয়ম দুর্নীতির অভিযোগ।
কথিত ফাইল কাগজ পত্রে যতগুলো ছাত্র-ছাত্রী দেখানো হয়েছে সরেজমিনে গিয়ে তার ১০ শতাংশ ও উপস্থিত দেখা যায়নি তাও আবার ফাইল পত্রে উপস্থিত দেখানো হয়েছে।গত এক বছর ধরেই চলছিলো প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে রমরমা নিয়োগ বানিজ্যের হৈ চৈ।প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে নির্বাচিত সাবেক আওয়ামী লীগের সভাপতি, প্রধান শিক্ষক ও কর্তাব্যিক্ত মিলে প্রতিটি পদের জন্য হাতিয়ে নেয় ১২হতে ২০লাখ টাকা পর্যন্ত।নিয়োগ দেন নিজস্ব পছন্দের লোককে।এতে উপজেলা জুরে সমালচনার ঝড়।
বলাযায় সিন্ডিকেট করে ওই সব অনিয়ম দুর্নীতি করেছে। অনুরুপ ভাবে উপজেলার প্রায় শতাধিক প্রতিষ্ঠানে ২থেকে ৪টি শূন্য পদের জন্য ১৫/২০ লাখ টাকা চাকরির বাজার দর মূল্যে নিয়োগ দেওয়া হয়েছে। জানা গেছে এলাকার শত শত জন দেখেছে গত ৩ জুলাই ২০২৪ উপজেলার সরহদ্দ উচ্চ বিদ্যালয়ে চতুর্থ শ্রেণীর ২টি শূন্যে পদে ৩৭লাখ টাকা নিয়োগের দিন কর্তা ব্যাক্তি সহ পুলিশ সুরক্ষা দিয়েছিল। ওইসব প্রতিষ্ঠানের নিয়োগ বিজ্ঞিপ্ত সমূহ স্থানীয় সংবাদ কর্মীকে পর্যন্ত দেয়া হয়নি গোপন তথ্য প্রকাশ হতে পারে বলে। চিহ্নিত দুর্নীতিবাজদের দুর্নীতির মাধ্যমে উপার্জিত কালো টাকার তালিকা ছাত্র জনতা স্বচ্ছতার সাথে করে অন্তরবর্তী কালিন সরকারের হাতে তুলে দিবেন বলে জানান।