ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়াবে বিএনপি

নিজস্ব প্রতিবেদকঃ ঘূর্ণিঝড় রেমালে লন্ডভন্ড হয়েছে দেশের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় এলাকা। ক্ষতিগ্রস্ত হয়েছেন কয়েক লাখ মানুষ। ঘটেছে প্রাণহানিও। বিধ্বস্ত হয়েছে হাজার হাজার ঘরবাড়ি। প্লাবিত হয়েছে কৃষিজমি ও মৎস্য খামার। পানিতে ভেসে গেছে গবাদিপশু। ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর উদ্যোগ নিয়েছে বিএনপি। ইতোমধ্যে ক্ষতিগ্রস্তদের তালিকা সংগ্রহ করেছে দলটি। দু’এক দিনের মধ্যেই ত্রাণ, ওষুধপত্রসহ আর্থিক সহায়তা নিয়ে উপকূলীয় এলাকায় যাবেন বিএনপির কেন্দ্রীয় নেতারা।

বুধবার দুপুরে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ত্রাণ বিষয়ক কমিটির বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে দলটি। এ বৈঠকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, ভাইস চেয়ারম্যান, দলীয় চেয়ারপারসনের উপদেষ্টা, দলের যুগ্ম মহাসচিব, সাংগঠনিক সম্পাদক, সহ-সম্পাদক এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

বৈঠক সূত্রে জানা গেছে, ঘূর্ণিঝড় রেমালের আঘাতে কোন উপজেলায় কী ধরনের ক্ষতি হয়েছে, কী ধরনের সহায়তা প্রয়োজন- তার একটি তালিকা প্রস্তুত করতে দায়িত্বপ্রাপ্ত নেতাদের নির্দেশনা দেওয়া হয়েছে। এরপর বিভাগীয় টিমের সঙ্গে বৈঠক করে কোন এলাকায় কবে ত্রাণ দেওয়া হবে, সে ব্যাপারে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে। স্থানীয় চাহিদা অনুযায়ী ত্রাণসামগ্রী বিতরণ করা হবে।

বৈঠকে বিদেশে অবস্থান করা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও ত্রাণ উপকমিটির প্রধান ইকবাল হাসান মাহমুদ টুকু ভার্চুয়ালি অংশ নেন। এতে অংশ নেন- বিএনপির কেন্দ্রীয় নেতা আবদুল আউয়াল মিন্টু, ডা. এজেডএম জাহিদ হোসেন, ফরহাদ হালিম ডোনার, হাবিবুর রহমান হাবিব, খায়রুল কবির খোকন, রশিদুজ্জামান মিল্লাত, অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ, শামা ওবায়েদ, অনিন্দ্য ইসলাম অমিত, ডা. রফিকুল ইসলাম, রকিবুল ইসলাম বকুল, শফিকুল হক মিলন, মুনির হোসেন, আব্দুল কাদির ভূঁইয়া জুয়েল, হাবিবুব রশিদ হাবিব, আকরামুল হাসান, ফজলুর রহমান খোকন, যুবদলের সাধারণ সম্পাদক আব্দুল মোনায়েম মুন্না, কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিন, সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল, ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েলসহ অর্ধশতাধিক নেতা।