ঘৃণাত্মক বক্তব্য হিসেবে দেখানো পোস্টগুলো ফেসবুক কর্তৃপক্ষকে অবশ্যই মুছে ফেলতে হবে

বিজ্ঞান-প্রযুক্তি ডেস্ক : অস্ট্রিয়ার একটি আদালত সম্প্রতি আদেশ দিয়েছে যে, ঘৃণাত্মক বক্তব্য হিসেবে দেখানো পোস্টগুলো ফেসবুক কর্তৃপক্ষকে অবশ্যই মুছে ফেলতে হবে। এটি এমন একটি রায় যা আন্তর্জাতিক প্রেক্ষাপটে পরিণত হয়েছে।

দেশটির গ্রিন পার্টির নেতাকে একটি ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট থেকে প্রতিহিংসা পরায়ণ ঘৃণ্য উক্তি করায় এই মামলা দায়ের করা হয়েছিল।

আদালতের আদেশে বলা হয়েছে, শুধু অস্ট্রিয়াতে নয় বরঞ্চ বিশ্বব্যাপী এ ধরনের পোস্ট ফেসবুককে অবশ্যই মুছে ফেলতে হবে। ফেসবুক কর্তৃপক্ষ এ ব্যাপারে এখনো কোনো মন্তব্য করেনি।

যারা সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে অনলাইন ট্রলিংয়ের বিরুদ্ধে লড়াই করছেন, তাদের বিজয় হিসেবে দেখা হচ্ছে এই রায়কে।

ভিয়েনার আপিল আদালতে বলা হয়েছিল, গ্রিন নেতা ইভা গ্লাভিসকিন্জের বিরুদ্ধে সহ যেকোনো ঘৃণা উদ্রেককারী রিপোস্টও ফেসবুকের সরানো উচিত। আবেদনে আরো বলা হয়, শুধু অস্ট্রিয়াতে প্রতিহিংসা পরায়ণ পোস্টগুলো ব্লক করে, বিদেশের ব্যবহারকারীদের জন্য সেগুলো মুছে না ফেলাটা, যথেষ্ট ছিল না।

আদালত বলেছে, এই প্রক্রিয়াটি স্বয়ংক্রিয় করা ফেসবুকের জন্য সহজ ছিল।

গ্রিনের একজন আইন প্রণেতা ডায়টার ব্রোস বলেন, ‘ফেসবুক কখনো দাবি করতে পারে না যে, এটি শুধু একটি প্লাটফর্ম ছিল এবং প্রতিহিংসা পরায়ণ পোস্ট মোকাবেলা করার জন্য ফেসবুককে দায়িত্ব নিতে হবে।’

ফেসবুক, টুইটার ও গুগল সহ ইন্টারনেট জায়ান্টরা তাদের প্ল্যাটফর্মে তাৎক্ষণিকভাবে ঘৃণাত্মক পোস্টগুলো দূর করতে ব্যর্থ হওয়ার জন্য অনেক দেশে অনেকবার তোপের মুখে, এমনকি সরকারি নিষেধাজ্ঞারও সম্মুখীন হয়েছে।

গত মাসে, জার্মানির মন্ত্রীরা অনুমোদন দিয়েছে সোশ্যাল মিডিয়ার সংস্থাগুলোকে ৫০ মিলিয়ন ইউরো পর্যন্ত জরিমানা করার, যদি তারা ঘৃণাত্মক বক্তব্য এবং ভুয়া খবরগুলো দ্রুত সরাতে ব্যর্থ হয়।

সোশ্যাল প্রতিষ্ঠানগুলো ব্যাপক চাপের মুখে এই সমস্যা মোকাবেলায় নতুন উদ্যোগও গ্রহণ করেছে। যেমন-

* ফেসবুক জানিয়েছে, তারা ঘৃণাত্মক বক্তৃতা, শিশু নির্যাতন এবং ভুয়া খবর বন্ধ করার জন্য ৩ হাজার কর্মীকে নিয়োগ দেবে।

* গুগল জানিয়েছে, তাদের সার্চ ইঞ্জিন ভুয়া খবর এবং ঘৃণাত্মক বক্তব্যের বিস্তার থামাতে উন্নত করা হয়েছে।

তথ্যসূত্র : বিবিসি