ঘোষণাতিরিক্ত আমদানি করায় ১ কোটি ৭ লাখ টাকার পণ্যের চালান জব্দ

নিজস্ব প্রতিবেদক : ঘোষণাতিরিক্ত আমদানি করায় ১ কোটি ৭ লাখ টাকার পণ্যের চালান জব্দ করেছে শুল্ক গোয়েন্দা। রোববার চট্টগ্রামে শুল্ক গোয়েন্দার সক্রিয় কার্যক্রমে ঘোষণা অতিরিক্ত যন্ত্রাংশ আটক করা হয়েছে বলে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে জানিয়েছেন। শুল্ক গোয়েন্দা জানায়, চট্টগ্রামে গোপন সংবাদের ভিত্তিতে আমদানিকারক এমএস জে কে এম এন্টারপ্রাইজের মাধ্যমে আমদানিকৃত চালানটির খালাস গত ৩ সেপ্টেম্বর স্থগিত করে। নিশ্চিত গোয়েন্দা তথ্য থাকায় এরপর শুল্ক গোয়েন্দা চালানটির কায়িক পরীক্ষা করা হয়। শতভাগ কায়িক পরীক্ষায় BALL BEARING দুই হাজার ৭৮৩ দশমিক ৫০ কেজির স্থলে ২৩ হাজার ৭৭৪ কেজি অর্থাৎ ২০ হাজার ৯৯২ কেজি ঘোষণাতিরিক্ত এবং অন্যদিকে BEARING HOUSING ১৯ হাজার ৩৯৫ কেজির স্থলে তিন হাজার ৯৮৮ কেজি পণ্য পাওয়া যায়। যার শুল্কায়নযোগ্য মূল্য আনুমানিক ৮২ লাখ টাকা এবং মোট শুল্ককরের পরিমাণ আনুমানিক ২৫ লাখ টাকা। অর্থাৎ শুল্ককরসহ পণ্য চালানটির মোট আনুমানিক মূল্য ১ কোটি ৭ লাখ টাকা। শুল্ক করাদি আদায়ের জন্য প্রতিবেদনটি আজ কাস্টম হাউসের কমিশনার চট্টগ্রাম বরাবর পাঠানো হয়ছে।