ঘোষণা দিয়েও চা, লবণ, সাবান বিক্রি শুরু করতে পারেনি টিসিবি

চা, লবণ, সাবানসহ নতুন পাঁচ পণ্য বিক্রির ঘোষণা দিলেও দুই মাসেও তা বিতরণ শুরু করতে পারেনি ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। সংস্থাটির দাবি, পণ্য সংগ্রহ প্রক্রিয়ায় সময় বেশি লাগার জন্য দেরি হয়েছে। সবকিছু ঠিক থাকলে চলতি মাসের শেষেই টিসিবির পণ্য তালিকায় যুক্ত হবে চা বাদে চারটি পণ্য। ভোক্তাদের স্বার্থে টিসিবির কর্মদক্ষতা বৃদ্ধির পরামর্শ অর্থনীতিবিদদের।

বহু বছর ধরে ভর্তুকি মূল্যে পণ্য সরবরাহ করে আসছে টিসিবি। ফ্যামিলি কার্ডের পাশাপাশি পণ্য বিক্রি চলে ভ্রাম্যমাণ ট্রাকেও। ভোজ্যতেল, চিনি ও ডালের মতো নিত্যপ্রয়োজনীয় পণ্য কম দামে বিক্রি করা হয় নিম্ন আয়ের মানুষের কাছে।

ভোক্তাদের সুবিধায় গত সেপ্টেম্বরের শেষে টিসিবির মাধ্যমে নতুন করে চা, লবণ, ডিটারজেন্ট ও দুই ধরনের সাবান বিক্রির কথা জানায় বাণিজ্য মন্ত্রণালয়। প্রাথমিকভাবে প্রতিটি পণ্য ৫ লাখ করে মোট ২৫ লাখ ভোক্তার কাছে বিক্রির কথা ছিল। ঘোষণা অনুযায়ী চলতি মাস থেকেই বিক্রি শুরু হওয়ার কথা থাকলেও এখনো তা হয়নি।

টিসিবির মুখপাত্র শাহাদত হোসেনের দাবি, নতুন এসব পণ্য গুদামজাত করতে দেরি হওয়ায় বিক্রি শুরতে দেরি হচ্ছে। তিনি বলেন, ‘যখন আমাদের কর্মপরিকল্পনাটা শুরু হয়েছে, টেন্ডারেরও তো একটা প্রক্রিয়া আছে। আমরা যে ওটিএম প্রক্রিয়ায় প্রসেস শুরু করেছিলাম, সেটা সম্পন্ন করতেই এই সময়টা লেগেছে। চায়ের বিষয়ে যেটা ছিল, সম্ভবত এটা এখন পর্যন্ত আমাদের কনফার্ম না; এই পণ্য তালিকায় এটা অন্তর্ভুক্ত হবে না।’

দেশে দরিদ্রের সংখ্যা বাড়ায় টিসিবির ওপর স্বল্প আয়ের মানুষের আস্থা বেড়েছে আগের চেয়ে বেশি। আবার সামনে আসছে রোজা। সব মিলিয়ে পণ্য বিক্রিতে ধীরগতি ভোগান্তি বাড়াচ্ছে। সমস্যা সমাধানে দ্রুত কার্যকর পদক্ষেপের তাগিদ বিশেষজ্ঞদের।

অর্থনীতিবিদ শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, ‘গরিব মানুষের জন্য আপনি অর্থ ব্যয় করছেন, সেখানে আগে থেকেই পরিকল্পনা করে বন্ধ ও চালুর ব্যবস্থা রাখা উচিত ছিল।’

বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্যমতে, বাজারে চাহিদা ও সরবরাহের ভারসাম্য রাখতে প্রতিবছর প্রায় পাঁচ হাজার কোটি টাকা ভর্তুকি দিয়ে টিসিবির কার্যক্রম পরিচালনা করছে সরকার।