‘চকচক করলেই হয় না সোনা’ (ভিডিও)

বিনোদন ডেস্ক : পাহাড়ি অঞ্চল। চারপাশে সবুজ অরণ্য। তার মাঝে বয়ে গেছে কালো পিচের পথ। এ পথ ধরেই হেঁটে যাচ্ছে নুসরাত ফারিয়া।

তার পরনে জিন্স গায়ে শার্ট। হাতে ট্রলি। ফারিয়ার পেছন পেছন ছুটে যাচ্ছে আরিফিন শুভ। কিছুক্ষণ পর ব্যাকগ্রাউন্ডে বেজে উঠে মিউজিক। শুভ গাইতে থাকেন, ‘গেটাপ সেটাপ দেখে তো চেনা যায় না/ ভালো কিংবা মন্দ তা বুঝা যায় না/ চকচক করলেই হয় না সোনা।’

এমন দৃশ্য দেখা যায় ‘প্রেমী ও প্রেমী’ সিনেমার গানে। সম্প্রতি এ সিনেমার প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে ‘চকচক করলেই’ শিরোনামের গানটি। প্রিয় চট্টপাধ্যায়ের লেখা এ গানে যৌথভাবে কণ্ঠ দিয়েছেন- অভিক, লেমিছ, ঐশ্বরিয়া ও আকাশ।

জাকির হোসেন রাজু পরিচালিত ‘প্রেমী ও প্রেমী’ সিনেমায় জুটি বেঁধে অভিনয় করেছেন শুভ-ফারিয়া। বাংলাদেশের জাজ মাল্টিমিডিয়ার সঙ্গে এটি যৌথভাবে প্রযোজনা করছে কলকাতার এসকে মুভিজ। সিনেমাটি আগামী ডিসেম্বরে মুক্তি পাবে বলে প্রযোজনা প্রতিষ্ঠান সূত্রে জানা গেছে।

দেখুন : ‘চকচক করলেই’ গানটি