নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : সারাদেশের ন্যায় চট্টগ্রামেও বুধবার অনুষ্ঠিত হবে জেলা পরিষদ নির্বাচন। এতে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৫৩ জন।
বুধবার সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত জেলা ও উপজেলায় স্থাপিত কেন্দ্রে ভোটগ্রহণ চলবে।
চেয়ারম্যান পদে এম এ সালাম বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ায় এ পদে নির্বাচন হচ্ছে না। চেয়ারম্যান পদ ছাড়াও বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাধারণ সদস্য পদের চারজন এবং সংরক্ষিত মহিলা সদস্য পদের দুইজন। তারা হলেন, ১নং ওয়ার্ডের সাধারণ সদস্য পদে শেখ মোহাম্মদ আতাউর রহমান, ৭নং ওয়ার্ডের কাজী আব্দুল ওহাব, ৮নং ওয়ার্ডে কামরুল ইসলাম চৌধুরী ও ১২নং ওয়ার্ডে এসএম আলমগীর চৌধুরী।
সংরক্ষিত মহিলা সদস্য পদে ১নং ওয়ার্ডে রেহেনা আক্তার ও ৩নং ওয়ার্ডে দিলুয়ারা ইউসুফ। চট্টগ্রাম জেলা পরিষদ নির্বাচনে ২ হাজার ৫৪১ জন ভোটার ভোট দেবেন।
নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশন ও জেলা প্রশাসকের পক্ষ হতে প্রতিটি কেন্দ্রে নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এ ব্যাপারে জেলা প্রশাসক শামসুল আরেফিন বলেন, প্রতিটি কেন্দ্রে ব্যাপক নিরাপত্তামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। র্যাব-পুলিশের পাশাপাশি প্রয়োজন মোতাবেক বিজিবির সদস্যদের মোতায়েন করা হবে। প্রতিটি কেন্দ্রে একজন ম্যাজিস্ট্রেট নিয়োজিত থাকবেন।
চট্টগ্রামে ১৫টি কেন্দ্রের প্রতিটিতে দুটি বুথ স্থাপন করা হবে। যার একটি বুথে পুরুষ, অন্য বুথ মহিলা ভোটারের জন্য।


