চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর পতেঙ্গা সি-বিচ এলাকা থেকে দুটি দেশীয় অস্ত্রসহ এক অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পতেঙ্গা থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীরের নেতৃত্বে অভিযান চালিয়ে এই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়।
পতেঙ্গা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলমগীর রাইজিংবিডিকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পতেঙ্গা থানার সি-বিচ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্র বিক্রির প্রস্তুতির সময় দুটি দেশে তৈরি অস্ত্র ও পাঁচ রাউন্ড কার্তুজসহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করে তার সহযোগীদেরও গ্রেপ্তারের চেষ্ঠা চলছে। এ ব্যাপারে পতেঙ্গা থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।