চট্টগ্রামের আলোচিত দিদার বলী ইয়াবাসহ ময়মনসিংহে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : গত ২৮ জুন ময়মনসিংহ গোয়েন্দা পুলিশ প্রাইভেটকারযোগে পাচারের সময় ২০০ পিস ইয়াবাসহ দিদার বলীকে গ্রেপ্তার করে। ময়নমসিংহ গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আশিকুর রহমান জানান, গোপন সূত্রে খবর পেয়ে ময়মনসিংহ সদর এলাকায় একটি এফ-প্রিমিও ব্রান্ডের প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এই সময় ওই প্রাইভেটকার থেকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় প্রাইভেটকারে থাকা চারজনকে। এদের একজন চট্টগ্রামের দিদার বলী বলে পুলিশ জানিয়েছে।

দিদার বলী ছাড়াও গ্রেপ্তার অন্যরা হলেন- কক্সবাজারের রামু উপজেলার উমখালী মুক্তার বাপের বাড়ি এলাকার মো. ইসমাইল, একই উপজেলার পশ্চিম রাজারকুল ধরপাড়া এলাকার শওকত হোসাইন এবং গাড়ি চালক আবদুল আজিজ। তাদের বিরুদ্ধে সদর থানায় গোয়েন্দা পুলিশের এসআই রাশেদুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেছেন। পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

দিদার বলী চট্টগ্রামে বহুল জনপ্রিয় ও দেশব্যাপী আলোচিত ঐতিহাসিক জব্বারের বলী খেলায় ১২ বারের চ্যাম্পিয়ন। কক্সবাজার রামু উপজেলার অধিবাসী দিদার বলীর বিরুদ্ধে দীর্ঘ দিন ধরে ইয়াবা ব্যবসার অভিযোগ আছে।