
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর খুলশি থানার জিইসি সেন্ট্রাল প্লাজা মার্কেটের সামনের বৈদ্যুতিক ট্রান্সফরমারটি আগুনে পুড়ে গেছে।
রোববার দুপুরে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানান, সেন্ট্রাল প্লাজা মার্কেটের সঙ্গে বৈদ্যুতিক খুঁটিতে লাগানো ট্রান্সফরমারে হঠাৎ ফুলকি দিয়ে আগুন ধরে যায়। এতে মার্কেটে আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি গাড়ি দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে। তবে বৈদ্যুতিক খুঁটিসহ ট্রান্সফরমারটি পুড়ে যায়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষ থেকে জানা গেছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে ট্রান্সফরমার পুড়ে গেছে। এতে হতাহত হয়নি। ট্রান্সফরমার পুড়ে যাওয়ায় সেন্ট্রাল প্লাজা, সেন্ট্রাল শপিং সেন্টারসহ আশপাশের এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে।