চট্টগ্রামের তিন জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ৩৯ নিহত

সচিবালয় প্রতিবেদক : পার্বত্য চট্টগ্রামের তিন জেলায় পাহাড় ধসে এ পর্যন্ত ৩৯ নিহত হয়েছেন। নিহতদের মধ্যে চারজন সেনা সদস্য। দুই সেনা সদস্যসহ অনেকেই নিখোঁজ আছেন। আহত রয়েছেন অনেকেই।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া এসব তথ্য জানান।

মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া বলেন, ‘অতিবৃষ্টির কারণে হঠাৎ পাহাড় ধসে এ হতাহতের ঘটনা ঘটেছে। বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে এ পর্যন্ত মারা গেছেন ৩৯ জন। তার মধ্যে চারজন সেনাসদস্য নিহত ও দুজন নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন- মেজর মাহফুজ, ক্যাপ্টেন তানভির, করপোরাল আজিজ ও সৈনিক শাহীন। নিখোঁজ দুই সেনা সদস্যের পরিচয় পাওয়া যায়নি। সেনা সদস্য ছাড়াও অনেকেই মাটিচাপায় নিখোঁজ রযেছেন। আহত হয়েছেন অনেকেই।’

স্থানীয় জেলা প্রশাসন ও মন্ত্রণালয়ের মাধ্যমে এ খবর পেয়েছেন বলে জানান মন্ত্রী। হতাহত ও নিখোঁজদের পরিচয় সংগ্রহ করা হচ্ছে বলেও জানান তিনি।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী বলেন, ‘উদ্ধার অভিযান চালাতে গিয়ে আমাদের সেনাবাহিনীর বীররা শাহাদতবরণ করেছেন। পাহাড় ধসের ঘটনায় উদ্ধার অভিযান এখনো চলছে। এ পর্যন্ত ৪ হাজার ৫০০ লোককে উদ্ধার করে আশ্রয়কেন্দ্রে নিয়ে আসা হয়েছে। তাদের জন্য আশ্রয়কেন্দ্র খোলা হয়েছে ১৮টি।

সরকার সব সময় দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে, এ কথা জানিয়ে মন্ত্রী বলেন, ‘নিহতদের জন্য ২০ হাজার টাকা, আহতদের ১০ হাজার টাকা নগদ সহায়তা দেওয়া হয়েছে। এসব জেলায় দুর্গতদের জন্য নগদ ১২ লাখ টাকা ও ৫০০ মেট্রিক টন চাল বরাদ্দ দেওয়া হয়েছে। স্থানীয় জেলা প্রশাসনের মাধ্যমে ত্রাণসামগ্রী ও নগদ অর্থ সহায়তা বিতরণ করা হচ্ছে।’

সংবাদ সম্মেলনে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ শাহ কামালসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বুধবার পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী।