চট্টগ্রামের ফকিরহাটে বিপুল পরিমান বিদেশী প্রসাধনী গোরি ক্রিম ও ওষুধ আটক

এস,এম,মনির হোসেন জীবন: পাকিস্তানের তৈরি আমদানি নিষিদ্ধ গোরি ক্রিম, বিভিন্ন ধরনের প্রসাধনী পণ্য এবং বিপুল পরিমান বিদেশী ওষুধ আটক করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। জব্দকৃত এসব মালামালের বাজার মূল্য প্রায় ২ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা।
আজ বৃহস্পতিবার চট্টগ্রামের ফকিরহাটে সংস্থাটির সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে অভিযান চালিয়ে পণ‌্যগুলো জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) ড. সহিদুল ইসলাম আজ এসব আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা আজ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পাকিস্তানের তৈরি আমদানি নিষিদ্ধ গোরি ক্রিম এর ৮টি বড় চালান এবং তুরষ্ক থেকে আমদানি নিষিদ্ধ ৫ কার্টন ভর্তি বিভিন্ন ব্র্যান্ডের ওষুধের চালান আটক করে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের একটি দল। জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৪ হাজার ৩২০টি গোরি ক্রিম। এছাড়া প্রায় ৩০ হাজার পিস বিভিন্ন ব্র্যান্ডের আমদানি নিষিদ্ধ ওষুধ উদ্বার করা হয়েছে।
শুল্ক গোয়েন্দা সুত্রে জানা যায়, রং ফর্সাকারি ত্বকের জন্য মারাত্মক ক্ষতিকর গোরি ক্রিম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ২ কোটি ২৩ লাখ ৪৮ হাজার টাকা। জব্দকৃত পণ্যের বিরুদ্ধে শুল্ক আইনে প্রয়োজনীয় আইননানুগ ব‌্যবস্থা গ্রহন করা হয়েছে।