
নিজস্ব প্রতিবেদক : শনিবার বেলা ১১টা ৪০ মিনিটে জেদ্দা থেকে আসা আগত বিজি ১৩৬ ফ্লাইট হতে ওই ৪৮টি সোনার বার উদ্ধার করা হয়। একইসঙ্গে এর সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ পাওয়ায় ছয়জনকে আটক করা হয়েছে।
চট্টগ্রামের হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৪৮ সোনার বারসহ ছয়জনকে আটক করেছে শুল্ক গোয়েন্দা।
শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. সহিদুল ইসলাম রাইজিংবিডিকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, হজরত শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে জেদ্দা থেকে আগত বিজি ১৩৬ ফ্লাইট হতে ৪৮টি সোনার বার উদ্ধার করার পাশাপাশি ছয়জনকে আটক করা হয়েছে।
সহিদুল ইসলাম বলেন, ‘অভিযান এখনো চলমান। উড়োজাহাজটিতে তল্লাশি করছে শুল্ক গোয়েন্দার একটি টিম। আর এ কার্যক্রমে কাস্টম হাউজ চট্টগ্রামের কর্মকর্তারা সহযোগিতা করছেন। অভিযানে আরো কিছু বেরিয়ে আসতে পারে।’