চট্টগ্রামে অপহৃত কিশোর উদ্ধার, গ্রেপ্তার ৪

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কর্ণফুলী থানাধীন চরপাথরঘাটা এলাকা থেকে বৃহস্পতিবার সকালে অপহৃত কিশোর ইব্রাহীম হেলালকে উদ্ধার ও চার অপহরণকারীকে গ্রেপ্তার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

টানা ১৭ ঘণ্টা অভিযান পরিচালনা করে শুক্রবার ভোরে চট্টগ্রামের চান্দগাঁও থানাধীন পাঠানীয়া গোদাস্থ জান্নাত বেকারির পার্শ্বের মার্কেটের পিছন থেকে অপহৃতকে উদ্ধার করা হয়েছে বলে নিশ্চিত করেছেন নগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার আকরামুল হক। গ্রেপ্তারকৃত অপহরণকারীরা হলেন- মো. ফাহিম হোসেন (২১), মো. রাব্বি (২৩), মো. ইমরান হোসেন (২০) ও মো. মফিজুর রহমান রিপন (২৩)।

পুলিশ জানায়, নগরীর সোবহানিয়া আলিয়া কামিল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্র ইব্রাহীম হেলাল নিজ বাড়ি হতে সিএনজি অটোরিকশা যোগে মাদ্রাসায় টেস্ট পরীক্ষায় অংশ নেওয়ার উদ্দেশে রওনা দিলে তাকে পরিকল্পিতভাবে অপহরণ করা হয়। পরে ইব্রাহীম হেলালের মাকে ফোন দিয়ে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন অপহরণকারীরা। পরে এই ঘটনায় পুলিশের কাছে অভিযোগ দেওয়া হলে পুলিশ প্রযুক্তির সহায়তায় ফাঁদ পেতে চার অপহরণকারীকে গ্রেপ্তার ও অপহৃতকে উদ্ধার করতে সক্ষম হয়।