
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শনিবার দিবাগত রাতে এই বিপুল অংকের টাকার ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে রোববার দুপুরে গণমাধ্যমকে জানিয়েছেন চট্টগ্রাম র্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান। গ্রেপ্তারকৃত ব্যক্তির নাম আসদর আলী (৫০)।
চট্টগ্রামের কর্ণফুলী থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে প্রায় এক কোটি টাকা মূল্যের ইয়াবা উদ্ধার করেছে র্যাব।
র্যাব জানায়, কক্সবাজার জেলার টেকনাফ থেকে ২১ হাজার ৫০০ পিস ইয়াবা নিয়ে আসদার আলী নামের এক ব্যক্তি রাজশাহী যাচ্ছিল। গভীর রাতে নগরীর কর্ণফুলী থানার মইজ্জার টেক নামক এলাকায় র্যাব-৭ এর একটি দল চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহনে তল্লাশি চালানোর সময় আসদর আলীর গতিবিধি সন্দেহজনক মনে হয় র্যাবের কাছে। পরে র্যাব আসদর আলীকে আটক করে তল্লাশি করা হলে তার সঙ্গে থাকা ব্যাগে সাড়ে ২১ হাজার ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। পরে আসদর আলীকে গ্রেপ্তার করে র্যাব। উদ্ধারকৃত ইয়াবার মূল্য প্রায় ১ কোটি সাড়ে ৭ লাখ টাকা। গ্রেপ্তারকৃত আসদর আলীকে কর্ণফুলী থানায় হস্তান্তর করে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।