চট্টগ্রামে অভিযান চালিয়ে শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর ডবলমুরিং ও পতেঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার গভীর রাতে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে ডবলমুরিং থানা ছাত্রশিবিরের সভাপতি মোরশেদুল আলম ও সেক্রেটারি তৌহিদুল মিনহাজ রয়েছে বলে পুলিশ জানিয়েছে। চট্টগ্রাম নগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার জাহেদুল ইসলাম জানান, নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার জন্য জড়ো হওয়া শিবিরের নয় নেতা-কর্মীকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের কাছে উস্কানিমূলক লিফলেট পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।