চট্টগ্রামে আরও ১০৮ করোনা রোগী শনাক্ত, মৃত্যু ৩

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বন্দরনগরীতে করোনায় মারা গেলেন ৫৫২ জন। এছাড়া একই সময়ে নতুন করে ১০৮ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ৫০ হাজার ৮৮৩ জনের করোনা শনাক্ত হলো।

শুক্রবার (৭ মে) সকালে গণমাধ্যমে পাঠানো জেলা সিভিল সার্জন কার্যালয়ের করোনাসংক্রান্ত সর্বশেষ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে সর্বশেষ ২৪ ঘণ্টায় করোনায় মারা যাওয়া ব্যক্তিদের তিনজনই শহরের। তারা সবাই চিকিৎসাধীন ছিলেন।

গত ২৪ ঘণ্টায় ১ হাজার ৮৬ জনের করোনার নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষায় ১০৮ জনের করোনা পজিটিভ আসে।

অন্যদিকে, সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে যাদের করোনা শনাক্ত হয়েছে তাদের মধ্যে শহরের ৮৬ জন। বিভিন্ন উপজেলার ২২ জন।