চট্টগ্রাম : চট্টগ্রামের আনোয়ার উপজেলার সত্তারঘাটে অভিযান চালিয়ে বিপুল সংখ্যক ইয়াবা বড়ি উদ্ধার করেছে চট্টগ্রাম কোস্টগার্ড পূর্ব জোন।
শনিবার সকালে কোস্টগার্ডের অভিযানকারী দল এই ইয়াবা উদ্ধার করে।
কোস্টগার্ডের জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ মাকসুদ ইয়াবা উদ্ধারের সত্যতা নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত ইয়াবার সংখ্যা কয়েক লাখ হতে পারে। এই ব্যাপারে দুপুরে প্রেস ব্রিফিং করে বিস্তারিত জানানো হবে।