চট্টগ্রামে একই পরিবারের তিন জনকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামের মিরসরাই জোরারগঞ্জ এলাকায় স্বামী, স্ত্রী ও সন্তানকে কুপিয়ে করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার মধ্যম সোনাপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন স্থানীয় মো. মোস্তাফা, তার স্ত্রী মারজানা বেগম এবং মেজ ছেলে আহমেদ হোসেন।

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর হোসেন মামুন জানান, স্থানীয় মুদি দোকানদার মোস্তাফা, তাঁর স্ত্রী মারজানা বেগম ও মেজ ছেলে আহমেদ হোসেনকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। আজ ভোরের দিকে খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করেছে।

পারিবারিক কলহের জের ধরে এ ঘটনা ঘটে পারে বলে ধারণা করছে পুলিশ।

ওসি আরও জানান, একই বসতঘরে পরিবারের সবাই শুয়েছিলেন। দুর্বৃত্তরা মোস্তাফা, তাঁর স্ত্রী ও মেজ ছেলে হত্যা করলেও বড় ছেলে ও ছেলেবউ অক্ষত আছেন।

বিষয়টি রহস্যজনক। ঘটনা তদন্ত করে প্রকৃত তথ্য বের করা হবে বলেও জানান ওসি নুর হোসেন মামুন।