
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে একটি ভবনে অভিযান চালিয়ে জামায়াত শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার সকালে নগরীর দুই নম্বর গেটের আলফালাহ গলির একটি ভবন থেকে তাদের আটক করা হয়।
এ সময় জামায়াত-শিবিরের বিভিন্ন সাংগঠনিক বই ও কাগজপত্র উদ্ধার করা হয়। ভবনটি ভাড়া নিয়ে জামায়াত-শিবিরকর্মীরা মেস হিসেবে ব্যবহার করতো।
খুলশী থানার অফিসার ইনচার্জ নেজাম উদ্দিন বলেন, আলফালাহ গলির একটি চারতলা ভবনে অভিযান চালানো হয়। এই সময় ওই ভবনে অবস্থানরত জামায়াত-শিবিরের ২৭ নেতাকর্মীকে আটক করা হয়। ভবনের বিভিন্ন কক্ষ থেকে গোলাম আজম, সাঈদী এবং মাওলানা মওদুদীর লেখা ইসলামী বই ও জামায়াত শিবিরের সাংগঠনিক বইপত্র উদ্ধার করা হয়।