
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : মঙ্গলবার সকালে একটি পিকনিকের বাস ঢাকা থেকে কক্সবাজার যাওয়ার পথে র্যাবের চেকপোস্টে তল্লাশি চালানোর সময় এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় গ্রেপ্তারকৃতরা হলো বাসটির চালক মো. আনোয়ার হোসেন (৪২), সুপারভাইজার মো. হাসান (৪২) হেলপার শামছু মিয়া (২৭)। চট্টগ্রাম মহানগরীর আকবর শাহ থানা এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে হানিফ পরিবহনের একটি বাসে তল্লাশি চালিয়ে ১৯ কেজি গাঁজাসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-৭।
অভিযানে নেতৃত্বদানকারী চট্টগ্রাম র্যাব-৭ এর স্কোয়াড্রন লিডার শাফায়েত জামিল রাইজিংবিডিকে জানান, আজ সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে আকবর শাহ থানা এলাকায় চেকপোস্ট বসিয়ে সন্দেহজনক যানবাহনে তল্লাশি চালাচ্ছিল র্যাব। এ সময় ঢাকা থেকে কক্সবাজারগামী হানিফ পরিবহনের একটি বাস চেকপোস্টে থামিয়ে তল্লাশি চালানোর সময় এর চালক ও হেলপারের আচরণ সন্দেহজনক মনে হয়। পরে তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে তারা বাসের পেছনের সাইড বক্সে বিশেষভাবে লুকানো অবস্থায় গাঁজা থাকার কথা স্বীকার করে। পরে বাসের সাইড বক্স থেকে ১৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করে আকবর শাহ থানায় মামলা দায়ের করা হয়েছে।