
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বায়েজিদ বোস্তামি থানা এলাকা থেকে এক হাজার পিস ইয়াবা ট্যাবলেট ও দেশীয় তৈরি এলজি অস্ত্রসহ সন্ত্রাসী মোহাম্মদ আজমকে (৩৫) গ্রেপ্তার করেছে পুলিশ।
সোমবার সকালে বায়েজিদ বোস্তামি থানার ওসি (তদন্ত) মো. মঈন উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে খন্দকিয়া হাট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মহসিন সন্ত্রাসী আজমকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, মো. আজম খন্দকিয়া হাট এলাকার কুখ্যত সন্ত্রাসী এবং মাদক চোরাকারবারি। তালিকাভুক্ত এই অপরাধীকে গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালিয়ে আসছে। সোমবার সকালে তার অবস্থান নিশ্চিত হয়ে পুলিশ অভিযান চালিয়ে অস্ত্র ও ইয়াবাসহ তাকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হবে।