চট্টগ্রামে কার্যালয়ের গেটে বিএনপির অবস্থান কর্মসূচি পালন

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামে বিএনপির ঘোষিত অবস্থান কর্মসূচি পুলিশি বাধার মুখে  দলীয় কার্যালয়ের গেটে পালিত হয়েছে।

গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার সকালে নগরীর নূর আহমদ সড়কের নাসিমন ভবনের গেটে পুলিশি ঘেরাওয়ের মধ্যে বিএনপির এক ঘণ্টার অবস্থান কর্মসূচি পালিত হয়েছে। সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কর্মসূচি পালনের কথা থাকলেও চট্টগ্রাম মহানগর বিএনপির নেতা-কর্মীরা সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টার মধ্যে অবস্থান কর্মসূচি শেষ করেন।

বিএনপি নেতারা বলেন, নূর আহমদ সড়কের উপর অবস্থান কর্মসূচি পালন করতে চাইলে পুলিশ বাধা দেয়। পরে দলীয় কার্যালয়ের মুখে এ কর্মসূচি চলে। কর্মসূচি চলাকালে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জসিম উদ্দিনের নেতৃত্বে বিপুল সংখ্যক পুলিশ অবস্থান নেয়।

এ ব্যাপারে সিএমপির কোতোয়ালি থানার ওসি জসিম উদ্দিন বলেন, ‘বিএনপি তাদের দলীয় কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করেছে। তারা কোনো সমস্যা করেনি। তারা রাস্তা অবরোধ করে অবস্থান করতে চাইলে আমরা অবশ্যই বাধা দিতাম। যেহেতু তারা রাস্তায় অবস্থান না করে দলীয় কার্যালয়ে অবস্থান করেছে, তাই কোনো সমস্যা হয়নি।’

মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাতের সভাপতিত্বে অবস্থান কর্মসূচি চলাকালে বক্তব্য রাখেন নগর বিএনপির সাধারণ সম্পাদক আবুল হাসেম বক্কর, সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান, বিএনপি নেতা মোহাম্মদ মিয়া ভোলো, মোহাম্মদ আলী, কাজী বেলাল, মহিলা দলের নেত্রী জেলী চৌধুরী প্রমুখ।