চট্টগ্রামে গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের মিরসরাইয়ে জঙ্গি আস্তানায় কাউন্টার টেররিজম ইউনিটের অভিযানে ২৩টি হ্যান্ড গ্রেনেডসহ বিপুল পরিমাণ বিস্ফোরক উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার দুপুর পর্যন্ত ঢাকা থেকে আসা কাউন্টার টেররিজম ইউনিটের সদস্যরা এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে উদ্ধারকৃত সরঞ্জামের মধ্যে রয়েছে ২৩টি হ্যান্ড গ্রেনেড, বোমা তৈরির ৪০টি কৌটা, ১১ কেজি বিস্ফোরক, ৯টি চাপাতি, বোমা বিস্ফোরণ ঘটানোর মেশিন (IED) , ২৮০ বক্স কার্বন স্টিল (বেয়ারিং বল, প্রতি প্যাকেটে ১০০ করে), জঙ্গি পোশাক (৭টি কালো বড় রুমাল ও ৭টি কালো পাঞ্জাবি) আরবিতে লেখা একটি ব্যানারসহ অন্যান্য উপকরণ।

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার নুরে আলম মিনা জঙ্গি আস্তানা থেকে এসব সরঞ্জাম উদ্ধারের সত্যতা নিশ্চিত করেন।