চট্টগ্রামে চতুর্থ দিন শেষে ২৭২ কোটি ৬২ লাখ কর আদায়

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম নগরীর জিইসি কনভেনশন সেন্টারে আয়োজিত সপ্তাহব্যাপী আয়কর মেলার চতুর্থ দিন শেষে ২৭২ কোটি ৬২ লাখ ৪০ হাজার ৪৯২ টাকা কর আদায় হয়েছে।

গত চারদিনে ৯৭৫টি নতুন ইটিআইএন, ১৫ হাজার ২৭৩টি রিটার্ন দাখিলের বিপরীতে এই কর আদায় হয়। এ পর্যন্ত মেলা থেকে করসেবা গ্রহণ করেছেন ১ লাখ ৫৬ হাজার ২৯৫ জন। রোববার মেলার পঞ্চম দিনেও কর দাতাদের প্রচণ্ড ভিড় লক্ষ্য করা গেছে।

আয়কর মেলার তথ্য ব্যবস্থাপনা উপকমিটির আহ্বায়ক মো. মাহমুদুর রহমান জানান, গতকাল শনিবার মেলার চতুর্থ দিনে মাত্র ১২ ঘণ্টায় চট্টগ্রামের চারটি কর অঞ্চল, বৃহৎ করদাতা ইউনিট ও জরিপ রেঞ্জ এই ৩ মিলে ৪৫ হাজার ৩৪৭ জন করসেবা নিয়েছেন। রিটার্ন জমা পড়েছে চার হাজার ৩টি। কর আদায় হয়েছে ৯৮ কোটি ৩৭ লাখ ৪৭ হাজার ৮০৯ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ১৮১ জন। মেলার পঞ্চম দিনে কর সেবাগ্রহীতার সংখ্যা অর্ধলাখ ছাড়িয়ে যাবে বলে তিনি মনে করছেন।

এদিকে চট্টগ্রাম শহরের বাইরে জেলার সীতাকুণ্ডে ২ হাজার ৫০২ জন করসেবা নিয়েছেন। রিটার্ন জমা পড়েছে ৩২৫টি। কর আদায় হয়েছে সাড়ে পাঁচ লাখ ৭৫ হাজার টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ৫ জন। রাউজানে ৬৬১ জন করসেবা নিয়েছেন। রিটার্ন জমা পড়েছে ৬৪টি। কর আদায় হয়েছে সাড়ে ৮৮ হাজার ৩১০ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন পাঁচ জন। কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে মোট ৪ হাজার ২৬০ জন করসেবা নিয়েছেন। রিটার্ন জমা পড়েছে ৬৬০টি। কর আদায় হয়েছে ২১ লাখ ১১ হাজার ৯৭৫ টাকা। নতুন ইটিআইএন নিয়েছেন ১১১ জন।

চট্টগ্রামের কর কমিশনার মাহমুদুর রহমান জানান, চট্টগ্রামে এবার বৃহৎ পরিসরে আয়কর মেলার আয়োজন করা হয়েছে। মেলায় করদাতাদের সেবা দিতে বসানো হয়েছে ৩৮টি আয়কর রিটার্ন জমা বুথ, ২২টি হেল্প ডেস্ক, বৃহৎ করদাতা ইউনিটের একটি, সঞ্চয় অধিদপ্তরের একটি, কাস্টমসের একটি, মূসকের একটি, কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের একটি ও সিনিয়র সিটিজেনদের জন্য একটি বুথ বসানো হয়েছে। এ ছাড়া মেলায় টেক্স কার্ড বিতরণের জন্য বিশাল প্যাভেলিয়ন করা হয়েছে। করদাতাদের জন্য সেবা ও সার্ভিস দেওয়ার জন্য বিপুল সংখ্যক আয়কর কর্মী দায়িত্ব পালন করছে।