
নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন এলাকা টার্গেট করে জঙ্গিবিরোধী ব্লক রেইড শুরু করেছে চট্টগ্রাম মহানগর পুলিশ।
শুক্রবার সন্ধ্যায় নগরীর হালিশহর এলাকায় এমন এক বিশেষ অভিযানে এক জামায়াত নেতাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জামায়াত নেতার নাম মাসুদ পারভেজ।
হালিশহর থানার অফিসার ইনচার্জ (ওসি) মাহফুজুর রহমান জানান, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে নগরীর বিভিন্ন এলাকায় জঙ্গিবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হচ্ছে। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত হালিশহর ছোট পুল এলাকায় ব্লক রেইড চালিয়ে মাসুদ পারভেজ নামে এক জামায়াত নেতা এবং পরোয়ানাভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
জামায়াত নেতার হেফাজতে থাকা সাংগঠনিক বই ও উসকানিমূলক লিফলেটও উদ্ধার করা হয়েছে। চলমান এই অভিযান অব্যাহত থাকবে বলে পুলিশ জানিয়েছে।