চট্টগ্রামে জঙ্গি আস্তানায় অভিযানে আহত ২ সোয়াত সদস্য শঙ্কামুক্ত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রামের সীতাকুন্ড উপজেলার প্রেমতলার জঙ্গি আস্তানায় বৃহস্পতিবার সকালে অপারেশন ‘এসল্ট সিক্সটিন’-এর শুরুতে জঙ্গিদের হামলায় আহত সোয়াত টিমের দুই সদস্য এখন শঙ্কামুক্ত।

তারা বর্তমানে চট্টগ্রামের সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন রয়েছেন। তারা হলেন- কনস্টেবল শাওরিন হাসান এবং আসিফ আহাম্মদ স্বাদ।

জঙ্গিদের বিরুদ্ধে অপারেশনের শুরুতে সোয়াতের এ সদস্যরা সাহসিকতার পরিচয় দেন। অপারেশনের সফল সমাপ্তির পর চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. শফিকুল ইসলাম আহত দুই সোয়াত সদস্যকে সিএমএইচ-এ দেখতে যান।

অভিযানে থাকা পুলিশ কর্মকর্তারা জানান, জঙ্গিদের আস্তানায় অপারেশন ছিল ঝুঁকিপূর্ণ। এ আস্তানায় প্রচুর বিস্ফোরক ছিল। সেখানে ২০ জন নারী ও শিশু জিম্মি ছিল। জঙ্গিরা এক হাতে অস্ত্র, আরেক হাতে গ্রেনেড আর শরীরে সুইসাইডাল ভেস্ট পরে ছিল। এ অবস্থায় সোয়াত টিমের সদস্যরা দুঃসাহসিক অভিযান পরিচালনা করেন। অভিযানের শুরুতে এগিয়ে যান আহত দুই সদস্য।

সম্মিলিত সামরিক হাসপাতালে আহত দুইজনের চিকিৎসা চলছে। তারা শঙ্কামুক্ত বলে চিকিৎসকরা জানিয়েছেন।