চট্টগ্রামে ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর মুরাদপুরে বিবিরহাট রেলক্রসিংয়ে শাটল ট্রেনের সঙ্গে সিএনজি অটোরিকশার সংঘর্ষে ২ নারী নিহত হয়েছে।

বুধবার বিকেল সোয়া ৩টার দিকে এই দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রাম ষোলশহর রেলওয়ে স্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই জাকির হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আসা শাটল ট্রেন বিবিরহাট এলাকায় রেলক্রসিংয়ের উপরে থাকা একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশাকে ধাক্কা দিলে সিএনজি অটোরিকশাটি ধুমরেমুচড়ে যায়। এতে গুরুতর আহত হন ২ নারী। স্থানীয়রা তাদের উদ্ধার করে দ্রুত চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নিহতদের মধ্যে এক নারীর বয়স আনুমানিক ৫৫ এবং অপরজনের বয়স (১৮)। পুলিশ জানায়, শাটল ট্রেনের জন্য রেলক্রসিং বন্ধ করে দেওয়া হলেও সিএনজি অটোরিকশার চালক দ্রুত রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করলে এই দুর্ঘটনা ঘটে।