চট্টগ্রামে ডাকাতির পর র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত নিহত

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : শুক্রবার ভোরে সীতাকুণ্ডের কুমিরা এলাকায় বরযাত্রীবাহী বাসে ডাকাতির পর র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধ হয়। নিহত ডাকাত সদস্যের নাম-পরিচয় জানা যায়নি।

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় বাসে ডাকাতির পর র‌্যাবের সঙ্গে গুলিবিনিময়ে ডাকাত নিহত হয়েছে। ঘটনাস্থল থেকে র‌্যাব তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে।

চট্টগ্রাম র‌্যাব-৭ এর সহকারী পরিচালক (মিডিয়া) মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ভোর রাতে বরযাত্রীবাহী বাস কুমিরা এলাকায় ডাকাতের কবলে পড়ে। ডাকাতরা বাসের যাত্রীদের জিম্মি করে সর্বস্ব লুট করে নিয়ে যায়। এর কিছুক্ষণের মধ্যে র‌্যাবের টহল দল ঘটনাস্থল অতিক্রম করার সময় ডাকাতির শিকার যাত্রীরা র‌্যাবকে ঘটনা জানায়। র‌্যাব দ্রুত আশপাশের এলাকায় তল্লাশি করে ব্রিজের নিচে ডাকাতির মালামাল ভাগাভাগি করতে দেখতে পায়।

পরে র‌্যাব ডাকাতদের গ্রেপ্তারে অভিযান চালালে তারা র‌্যাবকে লক্ষ্য করে গুলি ছোড়ে। র‌্যাবও পাল্টা গুলি ছুঁড়লে এক ডাকাত নিহত হয়। অন্যরা পালিয়ে যেতে সক্ষম হয়। র‌্যাব পরে ঘটনাস্থল থেকে দুটি এলজি, একটি পিস্তল এবং ডাকাতি করার সরঞ্জাম উদ্ধার করে।