চট্টগ্রাম : চট্টগ্রামের কোতোয়ালির রহমতগঞ্জ থেকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ধারী দুই প্রতারককে আটক করা হয়েছে।
এ সময় তাদের কাছ থেকে অস্ত্র ও পুলিশ ব্যবহার করে এমন বেশকিছু সরঞ্জাম জব্দ করা হয়।
বৃহস্পতিবার রাতে তাদের আটক করা হয়। আটককৃতরা হলো নন্দন দাশ বাবুল (৪৮) ও আরিফ মঈন উদ্দীন (৩৮)।
ডাকাতি, ছিনতাই ও অপহরণ করার প্রস্তুতির গোপন সংবাদে গত রাতে উপ-পুলিশ কমিশনার (ডিবি-বন্দর ও পশ্চিম) মো. মারুফ হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।
তাদের কাছ থেকে একটি দেশীয় তৈরি কাটা বন্দুক, এক জোড়া পুলিশের হাতকড়া, চার রাউন্ড কার্তুজ, একটি ব্যাটন, একটি প্রসেসসহ ৯ এম এমসদৃশ খেলনা পিস্তল, একটি ওয়্যারলেস সেট, দুটি সিএমপি ডিবি পুলিশের জ্যাকেট ও একটি পুলিশের ক্যাপ উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানিয়েছে ডিবি পুলিশ পরিচয়ে তারা চট্টগ্রাম মহানগর এলাকায় ডাকাতি, অপহরণ ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত। তাদের বিরুদ্ধে চট্টগ্রাম মহানগরসহ আশপাশ থানায় একাধিক মামলা রয়েছে। তাদের বিরুদ্ধে কোতোয়ালি থানায় নিয়মিত মামলার রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন।