নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম : চট্টগ্রাম মহানগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গি বাজার এলাকা থেকে দুই হাজার পিস ইয়াবা বড়িসহ আব্দুল আমীন (২৩) নামের এক যুবককে আটক করেছে নগর গোয়েন্দা পুলিশ।
রোববার গভীর রাতে ফিরিঙ্গি বাজার ক্যাফে সাতকানিয়ার সামনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
নগর গোয়েন্দা পুলিশের এস আই আবছার উদ্দিন রুবেল জানান, গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে আবদুল আমীনকে আটক করে তার দেহ তল্লাসি করা হয়। এই সময় তার শরীরে বিশেষভাবে লুকিয়ে রাখা দুই হাজার পিস ইয়াবা বড়ি উদ্ধার করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে কোতোয়ালি থানায় মামলা দায়ের করা হয়েছে।